Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ের একদিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ফান্ডে জমা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৭:৩৪

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূলবেতনের সমপরিমান অর্থ বন্যার্তদের সাহায্যের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ১১৭ ডিডিও এর টাকা আলাদা আলাদাভাবে সংগ্রহ করে একত্রে জমা দিতে হবে। সে লক্ষ্যে সব ডিডিওকে আগামী ২৫ আগস্ট এর মধ্যে নিজ নিজ দফতরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূলবেতনের সমপরিমান অর্থ রেলভবনে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) রেলপথ মন্ত্রনালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে আরো বলা হয়, অর্থ পাঠানোর জন্য একটি ব্যাংক হিসাব নম্বর ওপেন করা হবে। সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভাগীয় প্রধানদের অনুরোধ করব যেন তারা তাদের অধীনস্তদের কাছে এই মেসেজ পৌঁছানোর ব্যবস্থা নেয় ও আগামীকালের মধ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করে।

একদিনের বেতনের পরিমান হিসাব করে একটি এক্সেল ফাইল প্রস্তুত করা হয়েছে। প্রকৃত হিসাব দফতরভেদে কিছু কম বেশি হতে পারে। সব ডিডিওকে নিজেদের দফতরের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূলবেতন হিসাব করে পাঠানোর জন্য অনুরোধ করছি। ব্যাংক হিসাবের তথ্য দ্রুতই দিয়ে দেওয়া হবে।

এবিষয়ে নতুন কোন তথ্য বা নির্দেশনা থাকলে তা গ্রুপেই দেওয়া হবে। পাশাপাশি পরিচিত ডিডিও কেউ মেসেজ না পেলে তাকেও পোছে দেবার জন্য অনুরোধ করছি।

মেইলেও ৩৮ জন গ্রুপ প্রধানকে একই তথ্য জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

একদিনের বেতন প্রধান উপদেষ্টার ফান্ড রেলওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর