বন্যার্তদের সহায়তায় চট্টগ্রামে বিএনপির ৯ সদস্যের ত্রাণ কমিটি
২৪ আগস্ট ২০২৪ ২০:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে নয় সদস্যের ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী।
নগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে আটজনকে সদস্য করা হয়েছে। এরা হলেন- নগর কমিটির সাবেক সহ সভাপতি হারুন জামান, নিয়াজ মো, খান ও ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সাবেক প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মোবিন।
বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের যেসব এলাকা বন্যাকবলিত হয়নি, সেসব এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ কমিটিতে সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
ত্রাণ কমিটির সদস্যরা প্রতিদিন দুপুর ২টা থেকে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ত্রাণ সহায়তা গ্রহণ করবেন। এক্ষেত্রে প্রয়োজনে ০১৮৩৭১৫৮৬৫৯ নম্বরে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম