Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৪ ১০:০৬

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। শেষ দিনে জয় পেতে হলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে দুই দলকেই। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে গতকাল বিকেলে এক উইকেট হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান মিরাজ বলছেন, দ্রুত পাকিস্তানকে অলআউট করে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

চতুর্থ দিনশেষে এখনো বাংলাদেশের চেয়ে ৯৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। মিরাজের বিশ্বাস, প্রথম সেশনে দ্রুত কিছু উইকেট পেলেই জয়ের সম্ভাবনা জাগবে বাংলাদেশের, ‘প্রথম ঘণ্টায় আমাদের বোলারদের ভালো সুযোগ থাকবে। যদি তারা ভালো বল করতে পারে আমরা ভালো অবস্থানে চলে যাব। প্রথম সেশনে কয়েকটি উইকেট পেলেই ম্যাচ জয়ের সুযোগ তৈরি হবে।’

বিজ্ঞাপন

দ্রুত পাকিস্তানকে অলআউট করতে পারলেই আসবে জয়, বিশ্বাস মিরাজের, ‘আমাদের শুধু উইকেট নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় যেভাবে বোলিং করেছে চতুর্থ দিনে, আশা করি সেটা আরও ভালো হবে। শরিফুল-হাসান দারুণ বোলিং করেছে। এটা ৫ম দিনেও চালিয়ে যেতে হবে।’

শেষ দিনে পিচে স্পিন ধরবে বলেই বিশ্বাস মিরাজের, ‘উইকেট ভালো মনে হচ্ছে। কিছুটা ক্র্যাম্প মনে হয়েছে, স্পিনও ধরতে পারে। আমাদের শুধু ভালো জায়গায় বল করে যেতে হবে। উইকেট আসলেই ভালো। পাকিস্তানে আমি আগে কখনোই খেলিনি। এরকম কন্ডিশনে খেলতে পেরে আমরা আনন্দিত।’

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর