Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক দফায় গড়াল আনসার সদস্যদের আন্দোলন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৪:৪০

ঢাকা: চাকরি জাতীয়করণে এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে চাকরি স্থায়ীকরণ করতে হবে। এক দফা দাবিতে তারা মাঠে নেমেছে।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন তারা।

আনসারদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আনসারদের দাবি দাওয়ার বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। এরইমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু এরপরও আনসার সদস্যরা আজ এক দফা দাবিতে সড়ক বন্ধ করে আন্দোলন করছে। এটা অযৌক্তিক।

এদিকে আনসারদের এ আন্দোলনের কারণে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া, অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ের ভেতরে থাকা কেউ বাইরে বের হতে পারছেন আবার ভেতরেও প্রবেশ করতে পারছেন না।

আরও পড়ুন: সচিবালয় ঘিরে আনসারদের বিক্ষোভ, বন্ধ সব গেট 

সারাবাংলা/ইউজে/ইআ

আনসার এক দফা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর