Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনিশিয়ায় নৌকাডুবিতে ৪৮ অভিবাসীর মৃত্যু


৪ জুন ২০১৮ ১৭:৫০

।। আন্তর্জাতিক ডেস্ক।।

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ৪৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখনও ৬০ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৪ জুন) স্থানীয় সময় ভোর রাতে তিউনিশিয়ার পূর্বের কারকেন্না দ্বীপের কাছে এই ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রাচিড বউহউলা জানিয়েছেন, ওই নৌকাতে ১৮০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে প্রায় ১০০ জনই তিউনিশিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সেখানে উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, চলতি বছর নৌকায় করে ৩২ হাজারের বেশি মানুষ ইউরোপে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৬৬০ জন।

গত বছর থেকে ইউরোপে যাওয়ার নতুন পথ হিসেবে তিউনিসিয়াকে বেছে নিয়েছে অভিবাসীরা। বিশেষ করে লিবিয়াতে মানব পাচারকারীদের হাত থেকে বাঁচতে পালিয়ে যেতে তারা এ পথ বেছে নিয়েছেন।

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর