বন্যার্তদের জন্য সিভাসু শিক্ষকদের একদিনের বেতন
২৫ আগস্ট ২০২৪ ১৭:২০
চট্টগ্রাম ব্যুরো: দেশের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেলে গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা লক্ষ্যে সিভাসুর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের বিষয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান সারাবাংলাকে জানান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সভায় বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সিভাসুর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার তহবিলে এ অর্থ পাঠানো হবে।
সারাবাংলা/আইসি/ইআ