Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজার ইফতার মার্কেটে ৫ দোকানকে জরিমানা


৪ জুন ২০১৮ ১৭:৪৭ | আপডেট: ৪ জুন ২০১৮ ১৭:৪৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চকবাজার ইফতার মার্কেটে নোংরা পরিবেশে বাসি ও পোড়া তেলে খাবার তৈরি ও পরিবেশন করায় পাঁচ দোকানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া, ম্যাজিস্ট্রিটের তদন্তে অসহযোগিতার জন্য এক রেস্টুরেন্ট কর্মচারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা দোকানগুলোর হলো— বিসমিল্লাহ কাসমেরী বিরিয়ানি হাউজ (৫০ হাজার টাকা), মো. হোসেন বড় বাপের পোলায় খায় (২০ হাজার টাকা), মীম শাহী মোরক পোলাও (১০ হাজার টাকা), শহীদের ইফতারের দোকান (১০ হাজার টাকা) ও মোদাশের খেজুরের দোকান (২ হাজার টাকা)।

অন্যদিকে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আমানিয়া রেস্টুরেন্টের কর্মচারীরা দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। এ জন্য ভোক্তা অধিকার ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মশিউর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও পোড়া তেল দিয়ে খাবার তৈরির জন্য দোকানগুলোকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এখানে আগে অনেক দোকানেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও তৈরি করা হতো। তবে সেই প্রবণতা এখন কমে আসছে। এখন ৯০ শতাংশ দোকানেই মানসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে।’

সারাবাংলা/এএমডি/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর