সাকিবের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ হতাশ মোমিনুল
২৬ আগস্ট ২০২৪ ১১:২৫
হত্যা মামলা মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। ম্যাচের পঞ্চম দিনে মেহেদি মিরাজের সাথে সাকিবের দুর্দান্ত বোলিংয়েই ঘুরে গেছে ম্যাচের মোড়। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের পর বাংলাদেশ ব্যাটার মোমিনুল হক বলছেন, সাকিবের বিরুদ্ধে করা মামলাটি ‘মিথ্যা’। তিনি সব পরিস্থিতিতে সাকিবের পাশে আছেন বলেও জানান।
এক গার্মেন্টসকর্মীর হত্যা মামলায় আসামি হয়েছেন সাকিবও। এর মাঝেই বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। মোমিনুল বলছেন, সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন সাকিব। দেশের ক্রিকেটে তার হাত ধরে কত জয় এসেছে! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। তার নামে এই মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে।’
সাকিবের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলেই জানান মোমিনুল, ‘ক্রিকেটার সাকিবের প্রতি সমর্থন সবসময় ছিল, আছে, থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন তিনি। সাকিব ভাই দলের জন্য অনুপ্রেরণা। তিনি দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন। তিনি আরও লম্বা সময় দলকে সার্ভিস দিবেন এটাই প্রত্যাশা।’
সারাবাংলা/এফএম