Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ফের স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৬ আগস্ট ২০২৪ ১২:৩৯

ঢাকা: চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারও স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার (২৫ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে কারফিউ জারি হলে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা স্থগিত হয়েছিল। এসব পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় পিএসসি।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।

এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।

সারাবাংলা/এমও

৪৪তম বিসিএস কোটা সংস্কার আন্দোলন বিসিএস মৌখিক পরীক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর