ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যে টাকাগুলো পাচার হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।’
আমির খসরু বলেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে। কত তাড়াতাড়ি সম্ভভ, এই বিষয়টি জানতে চেয়েছে। পুরো আন্দোলনে যে, হতাহত হয়েছে, বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা, সেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ১৫/১৬ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এই বিষয়টা আমরা কীভাবে এ্যাড্রেস করছি তা জানতে চেয়েছে, দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।’