শাস্তি পেলেন সাকিব, পয়েন্ট হারাল বাংলাদেশ
২৭ আগস্ট ২০২৪ ০৯:১১
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও শাস্তি পেতে হচ্ছে সাকিব আল হাসান ও বাংলাদেশকে দলকে। প্রতিপক্ষের সাথে অসদাচরণের কারণে শাস্তি পাচ্ছেন সাকিব। স্লো ওভার রেটের জন্য শাস্তি পাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই।
৫ম দিনে বোলিংয়ের সময় মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন সাকিব। শেষ মুহূর্তে সাকিবকে বল করতে মানা করায় কিছুটা থেমে গেলেও শেষে রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। বল অবশ্য সরাসরি কিপারের হাতেই গিয়েছিল। রিজওয়ানের গায়ে বল না লাগলেও এ নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল।
এই ঘটনায় সাকিব আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন। নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোন শুনানি হয়নি। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুণতে হবে সাকিবকে। একই সাথে একটি ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন সাকিব।
এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এজন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৩ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সেই সাথে দলের সব ক্রিকেটারের ১৫ শতাংশ ম্যাচ ফিও জরিমানা করা হয়েছে।
বাংলাদেশের সাথে জরিমানা গুনেছে পাকিস্তানও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান হারিয়েছে ৬ পয়েন্ট। দলের সবার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
সারাবাংলা/এফএম