Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমে ব্যর্থ হয়ে তরুণীকে ধর্ষণ: ৪ যুবকের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৭:৫০

চট্টগ্রাম ব্যুরো: পাঁচবছর আগে চট্টগ্রামের মীরসরাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারি কফিল উদ্দিন।

দণ্ডিতরা হলেন, মো. নাজমুল, মো. জামশেদ, মো. দুলাল ও মো. রিয়াজ। তাদের বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, যুবক বয়সী নাজমুল প্রতিবেশি তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই তরুণী সায় না দিলে নাজমুল ক্ষুব্ধ হয়। ২০১৯ সালের ১ আগস্ট গভীর রাতে বাড়িতে একা থাকার সুযোগে নাজমুলসহ চার যুবক সেখানে প্রবেশ করে। নাজমুল বাকি তিনজনের সহযোগিতায় ওই তরুণীকে ধর্ষণ করে।

পরদিন বাড়ি ফিরে ঘটনা জানার পর তরুণীর বাবা জোরারগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ১৬ জুন চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় নাজমুল এবং একই আইনের ৯ (১) ধারার ৩০ উপধারায় বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি কফিল উদ্দিন সারাবাংলাকে জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যে প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দুলাল ছাড়া বাকি তিন আসামি আদালতে হাজির ছিলেন। তাদের সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর