ফুটবলে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তবে ক্রিকেটে স্পেন তেমন একটা পরিচিত মুখ নয়। সেই স্পেনই এবার টি-২০ ক্রিকেটে গড়ল অনন্য রেকর্ড। টানা ১৪ ম্যাচ জিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে স্পেন ক্রিকেট দল। এই ফরম্যাটে এটাই টানা জয়ের রেকর্ড।
আগামী টি-২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে গ্রিসকে ৭ উইকেটে হারায় তারা। এই জয়ে আন্তর্জাতিক টি-২০তে স্পেন তুলে নিয়েছে টানা ১৪তম জয়। মালয়েশিয়ার টানা ১৩টি জয়ের রেকর্ড ছাপিয়ে এটিই এখন নতুন রেকর্ড। ২০২২ সালে মালয়েশিয়া দল এই কীর্তি গড়েছিল।
স্পেনের এই জয়যাত্রা শুরু গত ফেব্রুয়ারিতে। ১৪ জয়ের মাঝে স্পেন ৫ বার হারিয়েছে ক্রোয়েশিয়াকে। টেস্ট খেলুড়ে দেশের মাঝে টানা জয়ের রেকর্ড ভারত ও আফগানিস্তানের, তারা যৌথভাবে জিতেছেন টানা ১২ ম্যাচ।
স্পেন সবশেষ এই ফরম্যাটে হারের দেখা পেয়েছিল গত বছরের নভেম্বরে। ইতালির কাছে হারের পর থেকেই টানা জয়রথ চলছে তাদের।