Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৩৭ নেতাকর্মী আটক


২০ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর শাহবাগ এলাকা থেকে বিএনপির ৩৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে বিশেষ আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ওই ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলাকে জানান, নিরাপত্তার স্বার্থে সন্দেহ হওয়ায়, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর খালেদা জিয়া আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে গাড়ি বহরের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ ৬ ডিসেম্বর মামলা দায়ের করে।

সারাবাংলা/এসআর/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর