Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় ২৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৫:৩০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ১৯:৫২

জয়পুরহাট: ভারতে পাচারের সময় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভোরে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামা গোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা সাপের বিষ পাচার করছে, এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার।

সারাবাংলা/ইআ

টপ নিউজ সাপের বিষ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর