Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের পাশে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৬:২৬

ঢাকা: উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মিরসরাই ইকোনমিক জোনে অবস্থিত দেশের একমাত্র ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম দফায় ত্রাণ দেওয়া হয় পূর্ব বাড়িয়াখালী ও সাত নম্বর ইউনিয়ন বামন সুন্দর দারোগারহাটের প্রত্যন্ত অঞ্চলে। প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রকল্প ব্যবস্থাপক ও প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে প্রকৌশলীরা বলেন, বন্যার্তদের পাশে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথম দফায় আমরা ২০০ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। প্যাকেজিংয়ের কাজে সহায়তা করেছে বিডি অটোতে কর্মরত সকল ইঞ্জিনিয়ার। আমাদের এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। চাল, মসুর ডাল, সয়াবিন তেল, বিস্কুট, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয় বন্যা কবলিতদের মাঝে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

বন্যার্তদের সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর