Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪ ১৬:৫৪

সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশের সামনে ছিল স্বাগতিক নেপাল। নেপালকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দল গোলের সুযোগ পেলেও ডেডলক ভাঙতে পারছিল না কেউই। বাংলাদেশ কিপার আসিফ হোসেন দুর্দান্ত কয়েকটি সেভ করেন। অবশেষে হাফ টাইমের ঠিক আগে বাংলাদেশকে এগিয়ে দেন মিরাজুল। যোগ করা সময়ে তার গোলে ১-০ তে এগিয়ে গিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই মিরাজুলই। আসাদুলের পাসে মিরাজুলের হেড ঠেকাতে পারেননি নেপাল কিপার জয়রথ। ৭০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল আসে রাব্বি হোসেন রাহুলের পা থেকে। এই গোলের অ্যাসিস্টে ছিলে মিরাজুল। ৩-০ গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

৮০ মিনিটে এক গোল শোধ করে নেপাল। নেপালের হয়ে গোলটি করেন সমীর। ৯৫ মিনিটে বাংলাদেশের হয়ে চতুর্থ গোল করেন নোভা। রাব্বির বাড়ানো বলে গোল হলে উল্লাসে মাতে বাংলাদেশ ডাগআউট। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় দিয়েই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের ট্রফি ঘরে তুলল বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর