Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ অধ্যক্ষ জ্ঞান হারিয়ে হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ১৯:৪৯

নওগাঁ: পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ অবস্থায় জ্ঞান হারিয়েছেন হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। বুধবার (২৮ আগস্ট) অধ্যক্ষের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে (রামেক) নেওয়া হয়।

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার অধ্যক্ষ নুরুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানে এলে শিক্ষার্থীরা তাকে তার কক্ষে অবরুদ্ধে করে ফেলেন। অবরুদ্ধ অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে তাকে ২৫০ বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাকলী হক বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে জ্ঞান হারানো অবস্থায় একজন শিক্ষককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উনার জ্ঞান ফিরে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি স্ট্রোক করেছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

অধ্যক্ষ নুরুল ইসলামের বড় ভাই আবু নাছের আহম্মে বলেন, ‘নুরুল ইসলামের পদত্যাগের দাবিতে গত রোববার থেকে তার প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ও বহিরাগত লোকজন আন্দোলন করছিল। এ নিয়ে গতকাল মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবীন শিষ আন্দোলনকারী শিক্ষার্থী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অধ্যক্ষকে নিয়ে সভা করেন এবং উভয়পক্ষের মধ্যে মিমাংসা করে দেন। আজ সকালে নুরুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে কিছু শিক্ষার্থী তাকে বিগত সময়ের সবকিছু বুঝিয়ে দিতে বলেন। নুরুল ইসলাম তার হিসাব-নিকাশ বুঝিয়ে দেওয়ার এক পর্যায়ে দুপুর ২টার দিকে বহিরাগত কিছু লোকজন তার কার্যালয়ে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে টানাহেঁচড়া করতে থাকে। এভাবে প্রায় এক ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও ও হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম রবীন শিষ বলেন, ‘কয়েকদিন ধরেই হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে নিয়ে একটা অস্থিরতা চলছিল। বিষয়টি নিয়ে মঙ্গলবার উভয়পক্ষের সঙ্গে আমি সভাও করেছি। উভয়পক্ষের মধ্যে একটা সমঝোতার মধ্যে দিয়ে সভাটি শেষ হয়। কিন্তু আজ আবারও ওই প্রতিষ্ঠানে অস্থিরতা দেখা দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখলে তিনি অসুস্থ হয়ে পড়েন।’

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা বন্ধে আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে একটি সভা আহ্বান করেছি। যেখানে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

সারাবাংলা/পিটিএম

অধ্যক্ষ টপ নিউজ পদত্যাগ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর