Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ


৪ জুন ২০১৮ ১৯:২৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি। সোমবার (৪ জুন) হুসেনিয়া প্রাসাদে দেশটির রাজা আবদুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

করবৃদ্ধি ও ব্যয় হ্রাসের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত কয়েকদিনে দেশটিতে বৃহৎ গণবিক্ষোভ গড়ে ওঠে।

এ সময় প্রতিবাদকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং রাস্তা বন্ধ করে দেয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আএমএফ) মদদে সরকার কর বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য অত্যন্ত কষ্ট ও দুর্ভোগ বয়ে আনবে।

সংসদের বিল পাসে কোনো হাত নেই এবং তা পরিবর্তন করতে পারবেন না বলে জানিয়েছেন মুলকি।

কর্মচারীদের বেতনসহ সরকারের অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এই কর বাড়ানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৬ সালের জুন মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ফাওয়াজি মুলকির সন্তান হানি।

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর