Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের বিক্ষোভ, অবিলম্বে রনির মুক্তি দাবি


৪ জুন ২০১৮ ১৯:৩৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর আদেশের পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চট্টগ্রাম নগরীতে মিছিল-সমাবেশ করেছেন। এসব কর্মসূচি থেকে অবিলম্বে নুরুল আজিম রনির মুক্তি দাবি করা হয়।

সোমবার (০৪ জুন) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রনি। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত থেকে রনিকে কারাগারে নিয়ে যাবার পথে নগর ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী তাকে বহনকারী গাড়ি অনুসরণ করে মিছিল নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পর্যন্ত যান। সেখান থেকে আবারও মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, ছাত্রনেতা নুরুল আজিম রনি আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রর্দশন করতে আদালতে হাজির হয়েছিলেন। আদালত রনিকে জামিন দেননি। আদালতের আদেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে প্রশ্ন জাগে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকিদাতা গিয়াস কাদের আগাম জামিন হয়। আর রনিদের কারাগারে যেতে হয়। রনির মতো ছাত্রনেতাদের আটক রাখতে পারলে অশুভ শক্তির ফায়দা হাসিল হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফখরুল ইসলাম পাভেল সভাপতিত্বে এবং যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সামদানি জনির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আমিনুর করিম, নগর ছাত্রলীগের উপসম্পাদক আব্দুল হালিম সিকদার মিতু, কাজী মাহাম্মুদ হাছান রনি, মিজানুর রহমান মিজান, এম আর হৃদয়, সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর তপু, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল আহমাদে মামুন, মোহামেদ ইভান, সফিকুল ইসলাম সাকিল, পাঁচলাইশ থানার খোরশেদ আহমেদ, সোহেল বড়ুয়া, মো. শাহাজাদা, ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদ এনামুল হক মানিক, সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতা মায়মুন উদ্দিন মামুন ও মোহামদ নাইম।

বিজ্ঞাপন

বিকেলে সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে আবারও বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে বলে জানান মায়মুন উদ্দিন মামুন।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রনির মুক্তি দাবি করেছেন ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুমন। বিবৃতিতে তারা নুরুল আজিম রনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে উল্লেখ করেছেন।

নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত এপ্রিলে তিনি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।

এর আগে ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে একটি আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েন রনি। বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এই বিতর্কের সূত্রপাত হয়। পরে জাহেদ খান নগরীর চকবাজার থানায় রনির বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এরপর গত এপ্রিলে নগরীর একটি কোচিং সেন্টারের মালিককে মারধরের আরেকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সংগঠন থেকে পদত্যাগ করেন রনি।

ছাত্রলীগের পদে থেকেও চট্টগ্রামের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার ছিলেন রনি। এ ছাড়া দলের প্রভাবশালী নেতাদের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করেও রোষানলে পড়েছিলেন রনি।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর