Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ০০:৩১

বুধবার বিএসএমএমইউ উপাচার্য ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বুধবার (২৮ আগস্ট) হাসপাতালের কেবিন ব্লক ও সাধারণ জরুরি বিভাগে চিকিৎসাধীন শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তি এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের উন্নত ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ আহত ১৮১ জনকে বিএসএমএমইউয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে দুজনসহ চিকিৎসাধীন ৩১ জন। মারা গেছেন দুজন। আহতদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধপত্র, অপারেশনসহ প্রয়োজনীয় চিকৎসা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

বিএসএমএমইউয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ডা. শেখ ফরহাদ, উপপরিচালক (হাসপাতাল) ডা. আবু নাসেরসহ অন্যরা এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।

সারাবাংলা/এসবি/টিআর

আহতদের চিকিৎসার খোঁজখবর বিএসএমএমইউ বিএসএমএমইউ উপাচার্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর