Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে শক্তিশালী টাইফুনে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৪ ১২:৫৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ১৫:২০

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩৯ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা প্রিফেকচারে টাইফুন শানশান আছড়ে পড়ে।

টাইফুনটি ঘণ্টায় ২৫২ কিলোমিটার বেগে আঘাত হানে বলে জাপানের আবহাওয়া সংস্থা থেকে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টাইফুনটির প্রভাবে জাপানে তীব্র ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টি হয়েছে। এর কারণে দেশটিতে প্রায় আড়াই লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় এটি ইয়াকুশিমা দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। প্রবল বৃষ্টির কারণে আইচি অঞ্চলে ভূমিধসে নিখোঁজ ৩ জন।

এদিকে ঝড়ের কারণে কিউশুর দুই লাখ ৫৪ হাজার ৬১০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া,টাইফুনের প্রভাবে গাড়ি নির্মাতা টয়োটা তাদের কারখানার কার্যক্রম বন্ধ রেখেছে। বাতিল হয়েছে বেশকিছু ফ্লাইট এবং ব্যাহত ট্রেন চলাচলও।

সারাবাংলা/ইআ

জাপান টপ নিউজ টাইফুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর