Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না: সোহেল তাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, দেশের এই পঁচা নোংড়া, নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না। তিনি বলেন, আমার কথা স্পষ্ট; আমি বারবার বলেছি, আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পঁচা নোংড়া, নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন তিনি।

সোহেল তাজ বলেন, ‘আমি মনে করি, কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা ঠিক না। সেটা যে দলেরই হোক; এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছে। তাদের ওপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মউপলব্দি খুব প্রয়োজন।’

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ রাজনীতি সোহেল তাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর