Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিতলমারীতে পুড়ল বেকারি-বাড়ি, অর্ধ কোটি টাকার ক্ষতির দাবি


৪ জুন ২০১৮ ২০:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: চিতলমারী উপজেলায় একটি বেকারির কারখানা ও পাঁচটি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। আগুন নেভাতে গিয়ে এদিন চারজন আহত হন।

আহতরা হলেন, মো. এমদাদুল হক (৩২), বিভাস সাহা (২৫), সুমন সাহা (২২) ও হাসান সরদার (১৯)।

উপজেলার শহীদ মিনারের পাশে সোমবার (৪ জুন) দুপুর ২টার দিকে আরপি বেকারি ও পাঁচটি বাড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, আগুনের খবর পেয়ে বাগেরহাট, টুঙ্গিপাড়া ও নাজিরপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে একটি কারখানা ও পাঁচটি বাড়ি পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় চারজন আহত হন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম মুন্সি জানান, আগুনে জাহাঙ্গীর আলমের আরপি বেকারির কারখানা আগুনে পুড়ে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেরিবাঁধ এলাকার সালেক শেখ, তাহের শেখ, এশারত শেখ, তাইজুল কাজী, মশিউর খলিফা ও তালেব শেখের বাড়ি পুড়ে যায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তার তালিকা করা হচ্ছে।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর