Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের মধ্যে পড়ে ছিল সোয়া ১৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২১:১৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ ০২:৩২

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জীবননগর ফুল বাজারের সামনে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে মালিকবিহীন এসব মাদক উদ্ধার করে বিজিবি সদস্যরা। এদিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোল্লা ওবায়দুর রহমান জানান, বিশেষ তথ্যের ভিত্তিতে যশোর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পেছনের ডান দিকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ স্কসটেপ দিয়ে মোড়ানো খাকি রংয়ের একটি কার্টুন জব্দ করা হয়। তবে ওই সময় কার্টুনটির কোনো মালিক পাওয়া যায়নি।

পরে কার্টুনটি ব্যাটালিয়ন সদরে নিয়ে এর ভেতর থেকে ৩ কেজি ৪০ গ্রাম ওজনের অতি মূল্যবান মাদক ক্রিস্টল মেথ আইস উদ্ধার করা হয়। এসব ক্রিস্টাল মেথের আনুমানিক দাম ১৫ কোটি ২০ লাখ টাকা বলে জানান বিজিবির অতিরিক্ত পরিচালক।

সারাবাংলা/পিটিএম

অভিযান ক্রিস্টাল মেথ উদ্ধার টপ নিউজ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর