Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচার করা অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা

সারাবাংলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৪ ২১:২৬

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। ছবি: পিআইডি

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বাইরে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। এসব অর্থ দেশে ফিরিয়ে আনাটা খুব জরুরি। এ বিষয়ে সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক।

রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সুইজারল্যান্ড সমর্থন করবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতেও আগ্রহী সুইজারল্যান্ড।

রাষ্ট্রদূত বলেন, আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরও বিকাশ লাভ করবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চায়। বাসস।

সারাবাংলা/টিআর

ড. মুহাম্মদ ইউনূস পাচার হওয়া অর্থ প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর