সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের অভিযানে ছয়শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও তিনটি নৌকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে তাহিরপুর থানাধীন হলহলিয়া চরগাঁও গ্রামের হলহলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-তাহিরপুর থানার শান্তিপুর গ্রামের লাদেন মিয়া (২৫), একই গ্রামের শাহাব উদ্দিন (৩০) ও লিটন মিয়া (২২)।
এছাড়া একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৃথক আরেকটি অভিযানে ১২০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও একটি নৌকাসহ রিপন মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। তাহিরপুর থানার গাজীপুর গ্রামের ভান্ডার নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার রিপন মিয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ ১৮ হাজার টাকা।
ওই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।