Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ দিনে ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ১৬:৩৫

ঢাকা: গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় বিতরণ করেছে বিএনপি।

শুক্রবার (৩০ আগস্ট) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

ডা. জাহিদ জানান, কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গত ১০ দিন যাবৎ ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে, ফলে বন্যাকবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানি ওইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকগণ ওষুধ সরবরাহ করছে।

তিনি জানান, রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ দেশের সর্বস্তরের মানুষ দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত মানুষের জন্য শুকনো খাবার, শিশুদের কাপড়, বড়দের কাপড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি বিএনপির ত্রাণ তহবিলে জমা দিচ্ছে।

ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ত্রাণ সহায়তা তদারকি করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলের অঙ্গ সংগঠনের নেতারা বন্যাদূর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

ত্রাণ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর