বন্যার্তের জন্য প্লে পেন স্কুলের ত্রাণ সহায়তা
৩১ আগস্ট ২০২৪ ০১:২১
ঢাকা: দেশের দক্ষিণপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এলাকাগুলোতে দেখা গেছে মানুষের প্রতি মানুষের সহমর্মিতার চিত্র। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম ভারী বর্ষণে দেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ ১১টি কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে যায়।
এ ভয়াবহ পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্লে পেন স্কুল। বন্যার্তদের মাঝে প্রতিষ্ঠানটি ত্রাণ সহায়তা বিতরণ করেছে। শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্লে পেন স্কুলের অধ্যক্ষ শরাবন তহুরার নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীসহ অন্যদের সমন্বয়ে গঠিত একটি ত্রাণ সহায়তা দল মিরেরসরাই উপজেলার জোড়ারগঞ্জের পশ্চিম তাজপুর এলাকার তিন নম্বর ইউনিয়নে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, সয়াবিন তেল, বিস্কুট, মুড়ি, বিশুদ্ধ পানি ও স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
অধ্যক্ষ শরাবন তহুরা জানান, এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং তারা সবসময় অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করবেন। স্কুলের শিক্ষার্থীরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যা তাদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বন্যার্তদের জন্য এই সহায়তা কার্যক্রম প্লে পেন স্কুলের সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সারাবাংলা/ইএইচটি/টিআর