ইরাকে যৌথ অভিযানে ১৫ আইএস সদস্য নিহত
৩১ আগস্ট ২০২৪ ১২:৪৫
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ১৫ সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এসব তথ্য জানিয়েছে। তো ইরাকের ঠিক কোন এলাকায় এই অভিযান চালানো সে বিষয়ে জানায়নি সেন্টকম।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে আইএস নেতাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এ সময় ১৫ জন নিহত হয়। তবে কোনো বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তারা বলছে, আইএস সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত ছিলেন।
ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, দেশের মরুভূমি ও গুহা এলাকায় বিমানবাহী অভিযান চালানো হয়। এরপর আইএসের গোপন আস্তানা টার্গেট করে বিমান হামলা করা হয়।
সারাবাংলা/ইআ