Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহিরপুরে বালুভর্তি ৬টি নৌকাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১৬:২৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ছয়টি নৌকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রামের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ।

গ্রেফতারকৃতরা হলেন-বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মো. সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ছয়টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্ক হেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লাখ সাত হাজার ৫০০ টাকা।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর