Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার জব্দ, ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১৮:২০

নরসিংদী: রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ড্রেজার তল্লাশি করে ৪ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

রায়পুরা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীতে বালু মহলের নির্ধারিত স্থান থেকে বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় দু’টি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। ড্রেজার তল্লাশি চালিয়ে ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম। এসময় রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আটকরা বলেন, ‘গত ৬ আগস্ট থেকে প্রতিদিনই ১৫-২০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। আজ এসিল্যান্ড স্যার দুটি ড্রেজারসহ আমাদের চার জনকে আটক করে নিয়ে আসছে।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় ২টি ড্রেজার জব্দ করা হয়। এসময় ৪জনকে আটক করে নিয়ে আসা হয়। আটকদের ৪ জনের মধ্যে একজনকে ৪ লাখ ও বাকি ৩জনকে ২ লাখ করে ৬ লাখ টাকাসহ সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া কাটিং ড্রেজার আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সারাবাংলা/এমও

জরিমানা নরসিংদী বালু উত্তোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর