৩৪ টেস্ট সেঞ্চুরিতে রুটের রেকর্ড
৩১ আগস্ট ২০২৪ ২২:২৪
প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন অ্যালিস্টার কুককে। লর্ডসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসেও তিন অংক ছুঁয়েছেন ইংল্যান্ডের জো রুট। টেস্টে এটি তার ৩৪তম সেঞ্চুরি। আর এতেই নতুন রেকর্ড গড়েছেন তিনি। কুককে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন রুটই।
শ্রীলংকার বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে রুট করেছিলেন ১৪৩ রান। আজ দ্বিতীয় ইনিংসে শতক হাঁকিয়েছেন তিনি। ১০৩ রানের ইনিংস খেলার সময় নতুন ইতিহাসও গড়েছেন রুট। ৩৪ সেঞ্চুরি নিয়ে ইংল্যান্ডের সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রুট। সর ফরম্যাট মিলিয়ে রুট তার ৫০তম সেঞ্চুরির দেখা পেলেন আজ।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রুট উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। ৩৪ সেঞ্চুরি নিয়ে তার পাশে আছেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ভারতের সুনীল গাভাস্কার, পাকিস্তানের ইউনুস খান। ৫১ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার।
সর্বোচ্চ সেঞ্চুরির পাশাপাশি লর্ডসে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হওয়ার কীর্তি গড়েছেন রুট।
সারাবাংলা/এফএম