সীমান্ত দিয়ে পাচারের সময় ইলিশ জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ২২:১৮
৩১ আগস্ট ২০২৪ ২২:১৮
সুনামগঞ্জ: জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক মণের বেশি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে উপজেলার লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।
জানা যায়, এদিন বেলা সাড়ে ৫টা দিকে লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে টের পেয়ে তারা দুই বাক্স ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়। জব্দ মাছের পরিমাণ ৪৬ কেজি পাঁচশ গ্রাম।
এ বিষয়ে লাউড়ের গড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই বাক্স ভর্তি ইলিশ মাছ শাহিদাবাদ এলাকায় রেখে পালিয়ে যায়।’
সারাবাংলা/পিটিএম