Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১০

ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নোমান হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অলিনগরে এ দুর্ঘটনা ঘটে।

নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। ওলিনগরে পৌঁছালে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর