Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৮

জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বছরটা দারুণ কাটছে তার। এর মাঝেই বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন পেলেন আরেকটি সুসংবাদ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ান টি-২০ লীগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত শুধু সাকিব আল হাসানই মাঠে নেমেছেন। আজ বিগ ব্যাশের চতুর্থ ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই খবর নিশ্চিত করেন। সেখানে তারা রিশাদকে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করেন।

এই বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিগ ব্যাশের ১৪তম আসর শেষ হবে ২০২৫ সালের ২৭ জানুয়ারি। তবে ওই সময়ে বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় রিশাদ শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

বিগ ব্যাশ রিশাদ হোসেন

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর