Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে আইএমএফ’র ইতিবাচক মনোভাব’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৩

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আরও তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেওয়ার ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আইএমএফ জানতে চেয়েছে, অন্তর্বর্তী সরকার চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের শর্ত সংস্কারের পরিকল্পনা করেছে কি না। আমি তাদের আশ্বস্ত করেছি যে, ঋণের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আমরা কখনও ব্যর্থ হব না।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরও তিন বিলিয়ন ডলার ঋণের ইঙ্গিত দিয়েছি। এবং তারা এ বিষয়ে ইতিবাচক। অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠেয় আইএমএফ’র বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’ এর আগে, আইএমএফ’র একটি পর্যবেক্ষক মিশন সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ড. সালেহ বলেন, ‘প্রকল্প চলমান থাকবে। ঋণ পরিশোধের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর প্রকল্পের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছি যে, আমরা নিয়মিত ঋণ পরিশোধ করব।’

সারাবাংলা/জিএস/পিটিএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর