Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাধাহীন’ প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার প্রথম মাজারে নেতাকর্মীর ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিএনপির নেতারা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে হাজারও নেতাকর্মীর ঢল নেমেছিল। প্রায় ১৫ বছর পর ‘বাধাহীন ও মুক্ত’ পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে নেতাকর্মীদের মধ্যে ভিন্নমাত্রার উচ্ছ্বাস। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাবে বলে ঘোষণা দেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান হাজারও নেতাকর্মী নিয়ে রাঙ্গুনিয়ায় প্রয়াত জিয়াউর রহমানের প্রথম মাজারে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাত করা হয়।

এ সময় সমবেতদের উদ্দেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘১৯৭৮ সালে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির বলিষ্ঠ ভূমিকা জনগণ সাদরে গ্রহণ করেছিল। আওয়ামী লীগ শুধু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য বাকশালি ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপি প্রতিষ্ঠা করে সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

তিনি আরও বলেন, ‘বিএনপি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় বারবার আসীন হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।’

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ উল্লাহ বলেন, ‘নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়েছে। গণতন্ত্র সমুন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যোগের ফলশ্রুতিতে আমাদের দল দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় দল। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত দলের যেসব নেতাকর্মী মারা গেছেন, দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদের করাল গ্রাস এবং সম্প্রতি ছাত্রজনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং সম্প্রতি বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

নাজিমুর রহমান বলেন, ‘এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড়যুগ ধরে গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের আত্মদান সার্থক হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনসহ সব ধরনের পৈশাচিকতামুক্ত একটি শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলা।’

নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী সারাবাংলাকে বলেন, ‘গত ১৫ বছর ধরে আওয়ামী দুঃশাসনের জন্য নেতাকর্মীরা নির্বিঘ্নে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে পারেনি। বারবার হামলা হয়েছে, এমনকি আমাদের মহাসচিবের গাড়িতে পর্যন্ত আক্রমণ হয়েছিল। এবার মুক্ত পরিবেশে হাজার হাজার নেতাকর্মী সুন্দরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। প্রথমে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বন্যার্তদের কথা বিবেচনায় নিয়ে সেই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।’

জিয়াউর রহমানের মাজারে মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরতে পারেন, সেজন্য বিশেষ দোয়া করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মসূচিতে মহানগর বিএনপি নেতা এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম বিএনপি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর