হাজি সেলিম গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩
২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩
ঢাকা: ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে আটক করে পুলিশ। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে নেওয়া হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বংশাল থেকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে রোববার রাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।’
ডিবি কর্মকর্তা বলেন, ‘আজ হাজি সেলিমকে আদালতে তোলা হবে।’
সারাবাংলা/ইউজে/এমও