চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ভেঙে দিলো বিএনপি
২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলার ৩ শীর্ষ নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিলাসবহুল কয়েকটি গাড়িকে সুরক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
আলাদাভাবে আরেক বিজ্ঞপ্তিতে তিন নেতার পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ স্থগিতের বিষয় জানানো হয়।
শনিবার (৩১ আগস্ট) এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি একস্থান থেকে অন্যস্থানে সরানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শোকজ করা হয় তিন বিএনপি নেতাকে। এরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
সারাবাংলা/আইসি/এমও