ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়
২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে উপচে পড়া ভিড়ে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যা অন্যদিনের তুলনায় তিনগুণ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কিশোর বলেন, ‘সকাল থেকে রোগদের উপচে পড়া ভির। সকাল থেকে ১২টা পর্যন্ত ৫১২ জন টিকিট নিয়েছেন। যা আগের দিনের তুলনায় তিনগুণ। আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে। রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে।’
নাকের সমস্যায় মুন্সীগঞ্জ থেকে ভাগ্নি জান্নাতকে (৫) নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন সাথী আক্তার। সাথী বলেন, ‘গত কয়েকদিন ধরে নাকের ব্যাথায় ভুগছে জান্নাত। সকালে হাসপাতালে এসে দেখি আউটডোর বন্ধ। পরে জরুরি বিভাগে এসে টিকিটের জন্য লাইন ধরেছি।’
গাজীপুর থেকে হাতে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালের বার্হিবিভাগে এসেছেন রাকিবুল হোসেন (২৫)। তিনি বলেন, ‘গত ১৫দিন আগে এক্সিডেন্ট করে হাতে ফ্র্যাক্চার হয়। তখন ঢাকা মেডিকেলের আউটডোরে দেখিয়েছিলম, ১৫দিন পর ফলোআপ ছিল। সেজন্য ঢাকা মেডিকেলের আউটডোরে এসেছিলাম। কিন্তু এসে দেখি আউটডোর বন্ধ। এখন বাসায় ফিরে যাচ্ছি।’
জরুরি বিভাগের সামনে সকাল থেকে সেনাবাহিনী এপিসি নিয়ে পাহারা দিচ্ছে। এছাড়া হাসপাতালের ভিতরে সেনা-বিজিবির পাহারায় চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/এমও