বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা
২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৬
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঠিকভাবে পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে মানবপাচার প্রতিরোধ, কৃষি পুনর্বাসন ও বীমা, পুলিশ বাহিনীর পুনর্গঠন ও সংস্কার, মানিলন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এ সময় সুইজারল্যান্ড দূতাবাসের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর আলবার্তো জিওভেনেত্তিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইআ