Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক প্রতীকে নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘গণঅধিকার পরিষদ’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটি দলীয় প্রতীক হিসেবে পেয়েছে ট্রাক।

সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম সই করা প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর বিধান অনুযায়ী, প্রধান কার্যালয় ‘আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০’ ঠিকানায় অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

বিজ্ঞাপন

দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর-৫১। ইসির নিবন্ধনে ৪৫টি দল ছিল। ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ প্রজ্ঞাপন জারি করায় দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৬।

সারাবাংলা/জিএস/ইআ

ইসির নিবন্ধন গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর