Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজ শিক্ষার্থী খালিদ হত্যায় হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৩

সোমবার হাজী সেলিমকে আদালতে হাজির করা হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এ আদেশ দেন। এ দিন হাজী সেলিমকে আদালতে হাজির করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ১৯ আগস্ট খালিদের বাবা কামরুল হাসান লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

রিমান্ড হাজী সেলিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর