সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর নামে দ্রুত বিচার আইনে মামলা
২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০২
সুনামগঞ্জ: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক দুই সংসদ সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় এ মামলা করেছেন আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলাটি করেন আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী। আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ, সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রী ও অন্য আসামিদের হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হুকুমে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ এ হামলার ঘটনা ঘটায়।
মামলার বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, বর্বরোচিত ওই হামলায় আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তার সুষ্ঠু বিচারের দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে। আদালত ন্যায় বিচার করবেন।
সারাবাংলা/টিআর