ঢামেকে রোগীর মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা মেলেনি: তদন্ত কমিটি
২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩২
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি।
সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সাইফুল ইসলাম জানান, গতকালই তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পূর্ণ তদন্ত করেছেন এবং রাতেই প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলার তথ্য উঠে আসেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তদন্তে ছাত্রদের দ্বারা চিকিৎসকদের নাজেহাল করার বিষয়টি উঠে এসেছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার সুপারিশ করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন- জরুরি বিভাগ চালু থাকবে, আউটডোর-ইনডোরে সেবা সীমিত পরিসরে
এর আগে রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতার-বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দাবিতে তারা কর্মবিরতির এই কর্মসূচি পালন করেন।
একই দিন দুপুর ২টার দিকে হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢামেকের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন। কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষসহ চার দফা দাবি তুলে ধরেন তিনি। এগুলো হলো—
- অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে;
- চিকিৎসকদের সুরক্ষায় ঢামেক হাসপাতালসহ সব উপজেলা, জেলা, বিভাগীয় সদর ও বিশেষায়িত হাসপাতালে ২৪ ঘণ্টা সেনা মোতায়েন নিশ্চিত করতে হবে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বাস্তবায়ন করতে হবে;
- ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে। এ জন্য প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সংশ্লিষ্টসহ আইন প্রণেতাদের সাত দিন সময় বেঁধে দেওয়া হবে; এবং
- কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে।
পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে চিকিৎসকরা কাজে ফেরেন।
সারাবাংলা/এসবি/টিআর
চিকিৎসকের অবহেলা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল তদন্ত কমিটি রোগীর মৃত্যু