Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির সব বর্ষের মৌখিক পরীক্ষা সশরীরে চালুর সিদ্ধান্ত

ইবি করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩১

ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বর্ষের স্থগিত করা মৌখিক পরীক্ষা সশরীরে চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রারের সই করা একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন বিভাগের স্থগিত করা মৌখিক পরীক্ষাগুলো চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এই চিঠি ডিনস কমিটির সভাপতি, সব ডিন, সব বিভাগীয় সভাপতি, অফিস প্রধানসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হবে।

প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ডিনস কমিটির সভায় সব বর্ষের স্থগিত করা মৌখিক পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ কর্মঘণ্টা হওয়ার কারণে চিঠি বিভিন্ন দফতরে পাঠানো সম্ভব হয়নি। আগামী তিন দিন ক্যাম্পাস ছুটি। তাই আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) অফিস সময়ে চিঠি বিতরণ করা হবে।

সারাবাংলা/টিআর

ইসলামী বিশ্ববিদ্যালয় টপ নিউজ মৌখিক পরীক্ষা সশরীরে মৌখিক পরীক্ষা