Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুমেক হাসপাতালের উপ-পরিচালকের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৩

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আকতারুজ্জামান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

ডা. আকতারুজ্জামান জানান, দুপুরে কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থী তার কক্ষে এসে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করার জন্য চাপ দেন। তিনি মেডিকেলের সার্বিক পরিস্থিতির উন্নতি করতে পারেননি এবং আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

তবে কয়েকজন চিকিৎসক শিক্ষার্থীদের উসকানি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সারাবাংলা/এমও

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর