Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৬

কিশোরগঞ্জ: অষ্টগ্রাম হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া গত মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। বুধবার সকালে জাল উত্তোলন করতে যায় হাওরে। হারিছ পানিতে নেমে জাল তোলার করার সময় জাহাঙ্গীর ওপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিল।

সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে স্বজনরা ও অন্য মৎস্যজীবী নৌকার জেলেরা মিলে অনেক খোঁজাখুজি করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকর আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এমও

কিশোরগঞ্জ কিশোরের মৃত্যু বজ্রপাত হাওর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর