প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ কমিশনারের পদত্যাগ
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৬
৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৬
ঢাকা: সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও পূর্ণাঙ্গ কমিশন পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় তিনি বলেন, আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আমাদের পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে।
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
সারাবাংলা/জিএস/ইআ